নওগাঁ ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ‘বিল্ডিং ইয়ুথ লিডারশীপ অন প্লুরেলিলিম এন্ড সোসিয়াল হারমোনি’ এই প্রতিপাদ্য নিয়ে রিফ্লেসার্স অন ইথিকাল লিডারশীপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ডাক বাংলোয় আয়োজিত দিনব্যাপী ট্রেনিংয়ে মহাদেবপুর সদর ইউনিয়নের ১০টি ইয়ুথ ইউনিটের ১৪ জন নারী ও ১৪ জন পুরুষ অংশ নেন।

এতে ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক দ্বন্দ্ব, জাতিগত বৈষম্যের ইস্যু চিহ্নিত করণে ইয়ুথ ইউনিট, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে ট্রেনিং দেন মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী খোরশেদ আলম। সহযোগিতা করেন ইয়ুথ লিডার তারেক হাসান।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ‘বিল্ডিং ইয়ুথ লিডারশীপ অন প্লুরেলিলিম এন্ড সোসিয়াল হারমোনি’ এই প্রতিপাদ্য নিয়ে রিফ্লেসার্স অন ইথিকাল লিডারশীপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ডাক বাংলোয় আয়োজিত দিনব্যাপী ট্রেনিংয়ে মহাদেবপুর সদর ইউনিয়নের ১০টি ইয়ুথ ইউনিটের ১৪ জন নারী ও ১৪ জন পুরুষ অংশ নেন।

এতে ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক দ্বন্দ্ব, জাতিগত বৈষম্যের ইস্যু চিহ্নিত করণে ইয়ুথ ইউনিট, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে ট্রেনিং দেন মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী খোরশেদ আলম। সহযোগিতা করেন ইয়ুথ লিডার তারেক হাসান।#