নওগাঁ ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বিএনপির মেয়রের বরাদ্দ নেই : নওগাঁ পৌরসভার ভাঙ্গা রাস্তায় দেড়লাখ মানুষের ভোগান্তি<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ : সংস্কারের অভাবে দুইমাস ধরে কাদা পানিতে সয়লাব নওগাঁর ব্যাণিজ্যিক এলাকা আলুপট্টি সড়ক

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁ পৌরসভার ভাঙ্গাচুড়া সড়কে দেড়লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘদিন সড়কগুলো মেরামত না করায় বর্ষা মওসুমে মানুষ পড়েছেন চরম বেকায়দায়। মেয়র বলছেন, তিনি বিএনপির রাজনীতি করায় সহসাই মিলছেনা বরাদ্দ।

শহরের ঢাকা বাসস্ট্যান্ড-আলুপট্টি সড়কের ইট, বালু, খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ডিগ্রি কলেজ থেকে থানার মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার পুরোটারই ইট-খোয়া উঠে গেছে। বৃষ্টির পানি জমে কাদাজলে একাকার। জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী পর্যন্ত দেড় কিলোমিটার পুরোটারই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দক আর গর্তের সৃষ্টি হয়েছে। সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা মোড় পর্যন্ত দুই কিলোমিটার সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল।

তাজের মোড়-বিডিআর ব্রিজ সড়ক, বটতলী মোড়-বাইপাস সড়ক, তাজের মোড়-বউবাজার, ব্রিজের মোড়-কালিতলা, ইট বটতলী-দুর্গাপুর, জনকল্যাণ মোড়-দুর্গাপুর, বাইপাস-ঠ্যাংভাঙা মোড়, বাটার মোড়-গোস্তহাটির মোড়-কালিতলা, সুলতানপুর-লস্করপুর, পলিটেকনিক্যাল মোড়-আরজি নওগাঁ সড়কের অবস্থাও একই।

পার নওগাঁ এলাকায় আলুপট্টি-ঢাকা বাসস্ট্যান্ড সড়ক। এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী নিরোধ বরণ সাহা বলেন, বৃষ্টির পানি জমে এক মাস ধরে রাস্তাজুড়ে কাদাজলে একাকার হয়ে থাকছে। হেঁটে যাওয়ার উপায়ও নেই।
বাঙ্গাবাড়িয়া এলাকায় ডিগ্রি কলেজ-থানা মোড় সড়ক দুই বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ গত পৌর নির্বাচনের আগে প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে ছয় মাসের মধ্যে সংস্কার করবেন। কিন্তু এখনো এ কাজের কোনো খবর নেই।

জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০০২ সালের দিকে পাকা করা হয়। এরপর থেকে রাস্তা সংস্কার হয়নি। কাউন্সিলর ও মেয়রের কাছে থেকে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরসভার ২০টি প্রধান সড়কসহ পাড়া-মল্লার ভেতর দিয়ে আরও ৮০টির বেশি সড়ক আছে। এসব সড়কের ১৩০ কিলোমিটার অংশ পাকা। আধা পাকা ইট বিছানো রয়েছে আরও ৪০ কিলোমিটার অংশ। কাঁচা রাস্তা ১২০ কিলোমিটার।

নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শহরের প্রায় ১৫টি রাস্তা সংস্কারের জন্য নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্প-৩ এর আওতায় অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন সমস্যার কথা বলে ওই প্রকল্প থেকে দেড় বছর ধরে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

পৌরসভার মেয়র নজমুল হক বলেন, বিএনপি সমর্থিত মেয়র হওয়ার কারণে এই পৌরসভায় উন্নয়নকাজের জন্য সরকারি তেমন কোনো বরাদ্দই দেওয়া হয় না। করোনাভাইরাসের কারণে দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের অর্থায়নও বন্ধ আছে। এই অবস্থায় মানুষের দুর্ভোগ লাঘবে ইচ্ছা থাকলেও কোনো উন্নয়নকাজ করা যাচ্ছে না।#

আপলোডকারীর তথ্য

বিএনপির মেয়রের বরাদ্দ নেই : নওগাঁ পৌরসভার ভাঙ্গা রাস্তায় দেড়লাখ মানুষের ভোগান্তি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁ পৌরসভার ভাঙ্গাচুড়া সড়কে দেড়লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘদিন সড়কগুলো মেরামত না করায় বর্ষা মওসুমে মানুষ পড়েছেন চরম বেকায়দায়। মেয়র বলছেন, তিনি বিএনপির রাজনীতি করায় সহসাই মিলছেনা বরাদ্দ।

শহরের ঢাকা বাসস্ট্যান্ড-আলুপট্টি সড়কের ইট, বালু, খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ডিগ্রি কলেজ থেকে থানার মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার পুরোটারই ইট-খোয়া উঠে গেছে। বৃষ্টির পানি জমে কাদাজলে একাকার। জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী পর্যন্ত দেড় কিলোমিটার পুরোটারই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দক আর গর্তের সৃষ্টি হয়েছে। সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা মোড় পর্যন্ত দুই কিলোমিটার সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল।

তাজের মোড়-বিডিআর ব্রিজ সড়ক, বটতলী মোড়-বাইপাস সড়ক, তাজের মোড়-বউবাজার, ব্রিজের মোড়-কালিতলা, ইট বটতলী-দুর্গাপুর, জনকল্যাণ মোড়-দুর্গাপুর, বাইপাস-ঠ্যাংভাঙা মোড়, বাটার মোড়-গোস্তহাটির মোড়-কালিতলা, সুলতানপুর-লস্করপুর, পলিটেকনিক্যাল মোড়-আরজি নওগাঁ সড়কের অবস্থাও একই।

পার নওগাঁ এলাকায় আলুপট্টি-ঢাকা বাসস্ট্যান্ড সড়ক। এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী নিরোধ বরণ সাহা বলেন, বৃষ্টির পানি জমে এক মাস ধরে রাস্তাজুড়ে কাদাজলে একাকার হয়ে থাকছে। হেঁটে যাওয়ার উপায়ও নেই।
বাঙ্গাবাড়িয়া এলাকায় ডিগ্রি কলেজ-থানা মোড় সড়ক দুই বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ গত পৌর নির্বাচনের আগে প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে ছয় মাসের মধ্যে সংস্কার করবেন। কিন্তু এখনো এ কাজের কোনো খবর নেই।

জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০০২ সালের দিকে পাকা করা হয়। এরপর থেকে রাস্তা সংস্কার হয়নি। কাউন্সিলর ও মেয়রের কাছে থেকে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরসভার ২০টি প্রধান সড়কসহ পাড়া-মল্লার ভেতর দিয়ে আরও ৮০টির বেশি সড়ক আছে। এসব সড়কের ১৩০ কিলোমিটার অংশ পাকা। আধা পাকা ইট বিছানো রয়েছে আরও ৪০ কিলোমিটার অংশ। কাঁচা রাস্তা ১২০ কিলোমিটার।

নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শহরের প্রায় ১৫টি রাস্তা সংস্কারের জন্য নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্প-৩ এর আওতায় অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন সমস্যার কথা বলে ওই প্রকল্প থেকে দেড় বছর ধরে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

পৌরসভার মেয়র নজমুল হক বলেন, বিএনপি সমর্থিত মেয়র হওয়ার কারণে এই পৌরসভায় উন্নয়নকাজের জন্য সরকারি তেমন কোনো বরাদ্দই দেওয়া হয় না। করোনাভাইরাসের কারণে দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের অর্থায়নও বন্ধ আছে। এই অবস্থায় মানুষের দুর্ভোগ লাঘবে ইচ্ছা থাকলেও কোনো উন্নয়নকাজ করা যাচ্ছে না।#