
পরীক্ষামূলক সম্প্রচার :
বিএনপির মেয়রের বরাদ্দ নেই : নওগাঁ পৌরসভার ভাঙ্গা রাস্তায় দেড়লাখ মানুষের ভোগান্তি<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- ১০৩৯

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ : সংস্কারের অভাবে দুইমাস ধরে কাদা পানিতে সয়লাব নওগাঁর ব্যাণিজ্যিক এলাকা আলুপট্টি সড়ক

শহরের ঢাকা বাসস্ট্যান্ড-আলুপট্টি সড়কের ইট, বালু, খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ডিগ্রি কলেজ থেকে থানার মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার পুরোটারই ইট-খোয়া উঠে গেছে। বৃষ্টির পানি জমে কাদাজলে একাকার। জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী পর্যন্ত দেড় কিলোমিটার পুরোটারই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দক আর গর্তের সৃষ্টি হয়েছে। সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা মোড় পর্যন্ত দুই কিলোমিটার সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল।
পার নওগাঁ এলাকায় আলুপট্টি-ঢাকা বাসস্ট্যান্ড সড়ক। এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী নিরোধ বরণ সাহা বলেন, বৃষ্টির পানি জমে এক মাস ধরে রাস্তাজুড়ে কাদাজলে একাকার হয়ে থাকছে। হেঁটে যাওয়ার উপায়ও নেই।
জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০০২ সালের দিকে পাকা করা হয়। এরপর থেকে রাস্তা সংস্কার হয়নি। কাউন্সিলর ও মেয়রের কাছে থেকে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
সর্বোচ্চ পঠিত