
পরীক্ষামূলক সম্প্রচার :
নিয়ামতপুরে অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেননা পত্রিকা বিক্রেতা আদিবাসী রিপন হাঁসদা<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- ১০৮৫

ঈশানের বাবা নিয়ামতপুর উপজেলায় কর্মরত একমাত্র সংবাদপত্র হকার। কুঁড়েঘরে বাস করেও সন্তান ঈশানকে নিয়ে স্বপ্ন দেখেছিল বাবা। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলবে সে। বড় হয়ে সেও সোনার বাংলার গর্বিত নাগরিক হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখা, সেই সন্তান আজ জটিল রোগে আক্রান্ত। বাবা হয়েও সন্তানের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছেন না তিনি।
সর্বোচ্চ পঠিত