
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার কবি এস এম আব্দুর রউফের উদ্যোগে মহাদেবপুর দর্পণের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে এক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই দুই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ প্রফেসর মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন এতে প্রধান আলোচনক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী সরকার, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
