নওগাঁ ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় কবি ও কথাশিল্পী মমিনুল হক তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ :

শিল্প সাহিত্যের আঁতুড়ঘর খ্যাত সংগঠন “আটচালা” নওগাঁর আয়োজনে সদ্য প্রয়াত কবি ও কথাশিল্পী মমিনুল হক তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তির মোড়ের মৃত্তিকা এ্যাডফার্মে আয়োজিত স্মরণসভায় এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল প্রধান অতিথি ও এ্যাড. ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি টগর মেহেদী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কবি ও কথাশিল্পী প্রয়াত মমিনুল হক তালুকদারের দেশপ্রেম, জীবন দর্শন ও রেখে যাওয়া সাহিত্যকর্মের বিষয়ে বক্তব্য রাখেন কবি রাজা বর্ণিল, রেডিও সারাবেলা গাইবান্ধার স্টেশন ম্যানেজার ও কবি মাহফুজ ফারুক, কবি ও লিটল মাগাজিন সম্পাদক সুমন সৈকত, কথাসাহিত্যিক ও সাংবাদিক আশরাফুল নয়ন, কবি অনিন্দ্য তুহিন, কবি রিমন মোরশেদ, কবি রবিউল মাহমুদ, কবি রফিক বকুল, এস এইচ নীর, স্বপ্না মনি, আবৃত্তি শিল্পি রোকেয়া শাকিলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার হাবিব রতন। স্মরণ সভা শেষে কবির আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় কবি ও কথাশিল্পী মমিনুল হক তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:২০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ২০২১ :

শিল্প সাহিত্যের আঁতুড়ঘর খ্যাত সংগঠন “আটচালা” নওগাঁর আয়োজনে সদ্য প্রয়াত কবি ও কথাশিল্পী মমিনুল হক তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তির মোড়ের মৃত্তিকা এ্যাডফার্মে আয়োজিত স্মরণসভায় এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল প্রধান অতিথি ও এ্যাড. ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি টগর মেহেদী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কবি ও কথাশিল্পী প্রয়াত মমিনুল হক তালুকদারের দেশপ্রেম, জীবন দর্শন ও রেখে যাওয়া সাহিত্যকর্মের বিষয়ে বক্তব্য রাখেন কবি রাজা বর্ণিল, রেডিও সারাবেলা গাইবান্ধার স্টেশন ম্যানেজার ও কবি মাহফুজ ফারুক, কবি ও লিটল মাগাজিন সম্পাদক সুমন সৈকত, কথাসাহিত্যিক ও সাংবাদিক আশরাফুল নয়ন, কবি অনিন্দ্য তুহিন, কবি রিমন মোরশেদ, কবি রবিউল মাহমুদ, কবি রফিক বকুল, এস এইচ নীর, স্বপ্না মনি, আবৃত্তি শিল্পি রোকেয়া শাকিলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার হাবিব রতন। স্মরণ সভা শেষে কবির আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।#