নওগাঁ ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে করোনার টিকা দেয়া বন্ধ : লক্ষ মানুষের হাহাকার<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে টিকার সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে টিকাদান। টিকা নেয়ার জন্য এই উপজেলার লক্ষ মানুষ এখন হাহাকার করছেন। দেড় মাস আগে রেজিষ্ট্রেশন করেও টিকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। অনেকেই যোগাযোগ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানান, পর্যাপ্ত টিকার সরবরাহ না থাকায় মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে এই উপজেলায় টিকা দেয়া বন্ধ রয়েছে। আগে মানুষ টিকা নিতে অনিহা প্রকাশ করলেও এখন গ্রামে গঞ্জে মানুষ ব্যাপকহারে টিকা নেয়ার আগ্রহ দেখাচ্ছেন। সবশেষ এক সপ্তাহ আগে ২২ আগস্ট এখানে ৬০০ টিকা আসে।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলায় টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ১ লাখ ৫ হাজার ১৭৬ জন। টিকা দেয়া হয়েছে প্রথম ডোজ ২১ হাজার ৭০১ জনকে, আর দ্বিতীয় ডোজ ১৪ হাজার ৪৫৪ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া বাকি আছে ৭ হাজার ৩০০ জন। এছাড়া জরুরী পাশপোর্টের জন্য টিকা দেয়া হয়েছে ২১ জনকে। রেজিষ্ট্রেশন করেও এখনও টিকা পাননি ৮৩ হাজার ৪৩৫ জন। টিকার সরবরাহ পাওয়া গেলে তাদের সকলকেই টিকা দেয়া হবে বলেও তিনি জানান।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে করোনার টিকা দেয়া বন্ধ : লক্ষ মানুষের হাহাকার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে টিকার সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে টিকাদান। টিকা নেয়ার জন্য এই উপজেলার লক্ষ মানুষ এখন হাহাকার করছেন। দেড় মাস আগে রেজিষ্ট্রেশন করেও টিকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। অনেকেই যোগাযোগ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানান, পর্যাপ্ত টিকার সরবরাহ না থাকায় মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে এই উপজেলায় টিকা দেয়া বন্ধ রয়েছে। আগে মানুষ টিকা নিতে অনিহা প্রকাশ করলেও এখন গ্রামে গঞ্জে মানুষ ব্যাপকহারে টিকা নেয়ার আগ্রহ দেখাচ্ছেন। সবশেষ এক সপ্তাহ আগে ২২ আগস্ট এখানে ৬০০ টিকা আসে।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলায় টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ১ লাখ ৫ হাজার ১৭৬ জন। টিকা দেয়া হয়েছে প্রথম ডোজ ২১ হাজার ৭০১ জনকে, আর দ্বিতীয় ডোজ ১৪ হাজার ৪৫৪ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া বাকি আছে ৭ হাজার ৩০০ জন। এছাড়া জরুরী পাশপোর্টের জন্য টিকা দেয়া হয়েছে ২১ জনকে। রেজিষ্ট্রেশন করেও এখনও টিকা পাননি ৮৩ হাজার ৪৩৫ জন। টিকার সরবরাহ পাওয়া গেলে তাদের সকলকেই টিকা দেয়া হবে বলেও তিনি জানান।#