নওগাঁ ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে জমির দখল নিতে ফসল বিনষ্টের অভিযোগ<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বিরোধীয় জমির দখল নিতে ফসল বিনষ্টের অভিযোগ করা হয়েছে।

উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকশিবরামপুর গ্রামের মৃত শ্রীষ চন্দ্র বক্সির ছেলে সুদেব চন্দ্র বক্সি অভিযোগ করেন যে, তার কেনা ৭ শতক জমি নিয়ে তার শ্যালক চকজোতহরি গ্রামের অচিন্ত কুমার মন্ডলের ছেলে শ্রী বিজয় চন্দ্র মন্ডলের সাথে বিরোধ চলে আসছিল। সুদেব ওই জমিতে পাট ও হলুদ লাগিয়েছিলেন। পাট কাটার উপযোগী হয়েছিল। হলুদের গাছও বড় হয়েছিল। কিছুদিনের মধ্যেই হলুদ ওঠানো যেত। গত শুক্রবার ভোরে প্রতিপক্ষের লোকেরা পাটগাছগুলো কেটে বিনষ্ট করে ও হলুদের গাছগুলো উপড়ে ফেলে।

ভুক্তভোগী সুদেব এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানান, তদন্ত করে বিষয়টি সত্যতা পাওয়া গেলে থানায় অভিযোগ দায়ের করা হবে। জানতে চাইলে মোবাইলফোনে অভিযুক্ত বিজয় চন্দ্র মন্ডলের ছেলে তন্ময় কুমার মন্ডল অভিযোগের বিষয় অস্বীকার করেন।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে জমির দখল নিতে ফসল বিনষ্টের অভিযোগ<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বিরোধীয় জমির দখল নিতে ফসল বিনষ্টের অভিযোগ করা হয়েছে।

উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকশিবরামপুর গ্রামের মৃত শ্রীষ চন্দ্র বক্সির ছেলে সুদেব চন্দ্র বক্সি অভিযোগ করেন যে, তার কেনা ৭ শতক জমি নিয়ে তার শ্যালক চকজোতহরি গ্রামের অচিন্ত কুমার মন্ডলের ছেলে শ্রী বিজয় চন্দ্র মন্ডলের সাথে বিরোধ চলে আসছিল। সুদেব ওই জমিতে পাট ও হলুদ লাগিয়েছিলেন। পাট কাটার উপযোগী হয়েছিল। হলুদের গাছও বড় হয়েছিল। কিছুদিনের মধ্যেই হলুদ ওঠানো যেত। গত শুক্রবার ভোরে প্রতিপক্ষের লোকেরা পাটগাছগুলো কেটে বিনষ্ট করে ও হলুদের গাছগুলো উপড়ে ফেলে।

ভুক্তভোগী সুদেব এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানান, তদন্ত করে বিষয়টি সত্যতা পাওয়া গেলে থানায় অভিযোগ দায়ের করা হবে। জানতে চাইলে মোবাইলফোনে অভিযুক্ত বিজয় চন্দ্র মন্ডলের ছেলে তন্ময় কুমার মন্ডল অভিযোগের বিষয় অস্বীকার করেন।#