
পরীক্ষামূলক সম্প্রচার :
বদলগাছীতে সফলতা পেয়েছে বারমাসি হাইব্রিড কারিশমা জাতের তরমুজ<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- ১২১২

কৃষক আরমান হোসেন বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় আমি তরমুজের চাষাবাদ করছি। জুন মাসের শুরুতে ২৫ শতক জমিতে ৪০০টি কারিশমা জাতের তরমুজের চারা রোপণ করেছি। গাছগুলো বেশ ভালোভারেই বেড়ে উঠেছে। চারা রোপণের দুই মাস পর থেকেই আমি ফল বিক্রি শুরু করেছি।’
সর্বোচ্চ পঠিত
সর্বেশষ সংবাদ