মহাদেবপুর দর্পণ, এম,এ,রইচ, পোরশা (নওগাঁ), ১৭ নভেম্বর ২০১৯ :
রবিবার ইংরেজী বিষয় দিয়ে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে নওগাঁর পোরশায় শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হলেও ১৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবার এই উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ১২৮। কিন্তু রবিবার উপজেলার ৬ টি কেন্দ্রে ১ হাজার ৯৭১জন পরীক্ষার্থী।অংশ নেয়।
কি কারণে এবার এত বেশী সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত তা সংশ্লিষ্টরা বলতে পারেননি। #