নওগাঁর সাপাহারে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। শনিবার (১৪ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে স্থানীয় সাংবাদিকদের সৃষ্ট ভূল বুঝাবুঝির অবসান ঘটে।
সাংবাদিকরা সংবাদ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা প্রত্যাহার করে আবারো যথারিতি উপজেলা নির্বাহী অফিসারের সকল সংবাদ গণমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলায় কর্মরত সকল সাংবাদিক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন, সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক আদম আলী, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংবাদিক গোলাপ খন্দকার, শরীফ তালুকদার, অনলাইন প্রেক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।#