মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :
বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হেলমেট বিষয়ে মেগা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এদিন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, থানা পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে উপজেলা সদরের মাছচত্ত্বর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে যারা হেলমেট পরিহিত, তাদেরকে গোলাপ ফুল উপহার দিয়ে উৎসাহিত করা হয়।
অন্যদের মধ্যে ক্যাম্পেইনে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আখতারুজ্জামান আলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ। #