মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :
গত মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে ১০ জন সরিষা চাষীর মধ্যে কৃষি উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় চাষীদেরকে অল্প সময়ে অধিক লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করার লক্ষে সরিষা বীজ উৎপাদন ও সংরক্ষণ করার জন্য প্রদর্শনী ক্ষেত তৈরীর বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়।
অন্যদরে মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, আলী রিয়াজ, এসডি এগ্রোভেট লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিনুর আলম শাহিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ওসমান আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #