
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরের খাজুর কয়ারপড়ায় শোভা ছড়াচ্ছে সারি সারি তাল গাছ : আর এক বৃক্ষপ্রেমিক প্রয়াত ক্ষিতিশ চন্দ্র<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- ১১৭২

সড়কের দুপাশে নিবিড় এ তাল গাছগুলোর গোড়া সাদা চুনকাম করায় দূর থেকে দেখলে ফুটে উঠে গ্রামীণ সৌন্দর্যের অনন্য চিত্র। চারপাশে বিস্তৃত সবুজ মাঠ আর মুক্ত বাতাশ এক ভিন্ন আবহের আবহের সৃষ্টি করেছে।
খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে প্রয়াত ক্ষিতিশের মতো আরো বেশি তালবাগান গড়ে তুলতে কাজ করবেন। আর তালবাগানের দৃষ্টি নন্দন এ পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান মিলন।
সর্বোচ্চ পঠিত