নওগাঁর মহাদেবপুরে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১৫টি মন্দিরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
উপজেলা সদরের রঘুনাথ জিউ মন্দির, ঘোষপাড়া মন্দির, কুঞ্জবন রঘুনাথ জিউ মন্দির, শিবগঞ্জ মন্দির প্রভৃতি স্থানে লাল জামরুল, সাদা জামরুল, আমলকি, বয়রা ও বল সুন্দরী কুল গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মহাদেবপুর উপজেলা শাখার অমৃত কুমার মন্ডল, জয় কুমার মন্ডল, সুব্রত চক্রবর্তী, বাপ্পী কুমার মন্ডল, কনক কুমার মন্ডল, অলিপ কুমার মন্ডল, বাবলু দাস, গৌতম মহন্ত, চন্দন কৃষ্ণ দাস, দুলাল চৌধুরী, জীবন দেবনাথ, রতন মন্ডল, সুমন মন্ডল প্রমুখ।
ছাত্রনেতারা বলেন, আগামী দিনে উপজেলার প্রতিটি মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।#