নওগাঁ ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে ৩৩৩ এ ফোন দিয়ে ৭৩ জন পেলেন খাদ্যসামগ্রী<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ জুলাই ২০২১ :

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ৭৩ অসহায় পরিবার। সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রাঙ্গনে প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, দুই লিটার তেল, একটি সাবান ও ১০ টি করে মাস্ক বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখারুল ইসলাম।

ইউএনও বলেন, গত কয়েক দিনে ৩৩৩ থেকে ৮৩ জনের ফোন আসে। যাচাই-বাছাই করে এদের মধ্যে ৭৩ জনকে দু:স্থ পাওয়া যায়। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সাহায়তা চেয়ে ফোন পেলে যাচাই-বাছাই করে সর্বদাই সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

সহায়তা পেয়ে সেলিনা পারভিন জানান, ‘সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে কাজকর্ম বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে গত কয়েকদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটছে। একজন ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়ার পরামর্শ দেন। ওই নম্বরে ফোন দিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলে আশ্বস্ত করা হয়। আজ খাদ্যসামগ্রী পেলাম।’ এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে ৩৩৩ এ ফোন দিয়ে ৭৩ জন পেলেন খাদ্যসামগ্রী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ জুলাই ২০২১ :

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ৭৩ অসহায় পরিবার। সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রাঙ্গনে প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, দুই লিটার তেল, একটি সাবান ও ১০ টি করে মাস্ক বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখারুল ইসলাম।

ইউএনও বলেন, গত কয়েক দিনে ৩৩৩ থেকে ৮৩ জনের ফোন আসে। যাচাই-বাছাই করে এদের মধ্যে ৭৩ জনকে দু:স্থ পাওয়া যায়। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সাহায়তা চেয়ে ফোন পেলে যাচাই-বাছাই করে সর্বদাই সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

সহায়তা পেয়ে সেলিনা পারভিন জানান, ‘সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে কাজকর্ম বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে গত কয়েকদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটছে। একজন ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়ার পরামর্শ দেন। ওই নম্বরে ফোন দিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলে আশ্বস্ত করা হয়। আজ খাদ্যসামগ্রী পেলাম।’ এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#