মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ৭ নভেম্বর ২০১৯ :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রস্তুতি, প্রশিক্ষণ, দূর্যোগ মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফ মোর্শেদ মিশু, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ নিতাই চন্দ্র ঘোষ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, আত্রাই মডেলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তাল মাহমুদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষেক ফায়ার কর্মীরা সচেতনতা মূলক প্রস্তুতি, প্রশিক্ষণ, দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করেন। #