মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ৭ নভেম্বর ২০১৯ :
বুধবার সকালে নওগাঁর নিয়ামতপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপলক্ষে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ামতপুর ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো: মাহতাব উদ্দিন মৃধা বিভাগীয় পতাকা উত্তোলন করেন।
অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিএসবি সিদ্দিকুর রহমান, ফায়ারম্যান মোঃ শ্যামল মিয়া, আল-আমীন প্রামানিক, তোফায়েল আহমেদ, পার্থ কুমার, ড্রাইভার আলী আজম খান, অতুল চন্দ্র মন্ডল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
শেষে এক বর্ণাঢ্য যান্ত্রিক র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #