নওগাঁর মহাদেবপুরের বিভিন্ন পশুহাটের ইজারাদারদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। কোরবানীর তাড়াহুড়োর সুযোগে গ্রামের সাধারণ ক্রেতাদের ঠকিয়ে ইজারাদাররা সরকার নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশী খাজনা আদায় করছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
সরকারী বিধান থাকলেও কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গানো হয়নি। ফলে গ্রামের অনেক ক্রেতা জানতেও পারছেন না প্রকৃতপক্ষে খাজনা কত দিতে হয়। অনেকে বিভিন্ন দপ্তরে এনিয়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গাতে ইজারাদারদেরকে বাধ্য করাতে পারেননি।
অভিযোগের ভিত্তিতে রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় হাটের ইজারাদার মাজেদুর রহমানের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।#