নওগাঁ ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ইজারাদারদের দৌরাত্ম : চকগৌরী পশুহাটে ২০ হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরের বিভিন্ন পশুহাটের ইজারাদারদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। কোরবানীর তাড়াহুড়োর সুযোগে গ্রামের সাধারণ ক্রেতাদের ঠকিয়ে ইজারাদাররা সরকার নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশী খাজনা আদায় করছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা।

সরকারী বিধান থাকলেও কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গানো হয়নি। ফলে গ্রামের অনেক ক্রেতা জানতেও পারছেন না প্রকৃতপক্ষে খাজনা কত দিতে হয়। অনেকে বিভিন্ন দপ্তরে এনিয়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গাতে ইজারাদারদেরকে বাধ্য করাতে পারেননি।

অভিযোগের ভিত্তিতে রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় হাটের ইজারাদার মাজেদুর রহমানের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।#

আপলোডকারীর তথ্য

ইজারাদারদের দৌরাত্ম : চকগৌরী পশুহাটে ২০ হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরের বিভিন্ন পশুহাটের ইজারাদারদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। কোরবানীর তাড়াহুড়োর সুযোগে গ্রামের সাধারণ ক্রেতাদের ঠকিয়ে ইজারাদাররা সরকার নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশী খাজনা আদায় করছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা।

সরকারী বিধান থাকলেও কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গানো হয়নি। ফলে গ্রামের অনেক ক্রেতা জানতেও পারছেন না প্রকৃতপক্ষে খাজনা কত দিতে হয়। অনেকে বিভিন্ন দপ্তরে এনিয়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কোন হাটেই খাজনা আদায়ের রেট টাঙ্গাতে ইজারাদারদেরকে বাধ্য করাতে পারেননি।

অভিযোগের ভিত্তিতে রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় হাটের ইজারাদার মাজেদুর রহমানের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।#