সোমবার (১৯ জুলাই) নওগাঁর মহাদেবপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার রাইগাঁ গ্রামের গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমান (২০)। এদিন ছয়জনকে সুস্থ ঘোষণা করা হয়।
উপজেলা করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ছয়জনের নমুনা পরীক্ষায় ওই একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় কোন পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
এনিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্ত হলেন ৪৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২৫ জন। আর মারা গেছেন ১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন ৩৯ জন।#