নওগাঁ ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুর পশুহাটে ১০ লাখ টাকার অতিরিক্ত টোল আদায় : মোবাইল কোর্টে জরিমানা ১০ হাজার টাকা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৮ জুলাই ২০২১ : শনিবার (১৭ জুলাই) বিকেলে নওগাঁর মহাদেবপুর পশুহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন (ডানে) ও পশুকেনার রশিদে খাজনার পরিমাণ উল্লেখ করা হয়নি-------------সাঈদ টিটো

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কোরবানির পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ছাগলের হাটে একজন ক্রেতার নিকট থেকে তিনশ’ টাকা টোল আদায় করা হয়। কিন্তু সরকারি টোল আদায়ের রেট ছাগলের বিক্রিত দামের শতকরা পাঁচ টাকা, কিন্তু দেড়শ’ টাকার বেশি নয়। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাট ইজারাদারের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরআগে একই অভিযোগে এই ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতারা অভিযোগ করেন যে, ছাগল ক্রেতাদের কাছ থেকে ছয়শ’ টাকা পর্যন্ত টোল নেয়া হয়েছে।

গরুহাটেও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন ক্রেতারা। গরুপ্রতি টোল আদায়ের সরকারি রেট চারশ’ টাকা হলেও এখানে নেয়া হচ্ছে ৬৫০ টাকা। ক্রেতারা অভিযোগ করেন যে, গরুর খাজনা আদায়ের রশিদে গরুর দাম লেখা হলেও খাজনার পরিমাণ লেখা হচ্ছেনা।

উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আব্দুস সালাম জানান, তিনি ৮২ হাজার পাঁচশ’ টাকায় একটি গরু কেনেন। তার কাছ থেকে ৬৫০ টাকা টোল নেয়া হয়। রশিদে টোলের পরিমাণ লেখতে বললেও ইজারাদারের লোকেরা তা লেখতে অস্বীকার করেন। নিয়মানুযায়ী হাটের কোথাও টোল আদায়ের রেট টাঙ্গানো হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনও তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

জানতে চাইলে উপজেলা নির্বহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, হাটের অনিয়ম দূর করতে বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এদিন এই হাটে কমপক্ষে চার হাজার গরু-ছাগল বিক্রি হয়েছে। সেই হিসেবে এই এক হাটেই ইজারাদার ক্রেতা সাধারণের কাছ থেকে কমপক্ষে ১০ লাখ টাকা অতিরিক্ত টোল আদায় করেছেন।

একজন ক্রেতা অভিযোগ করে বলেন, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু সাধারণের কাছ থেকে যে অতিরিক্ত টাকা আদায় করা হলো, তারা তো তা ফেরৎ পাচ্ছেন না।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুর পশুহাটে ১০ লাখ টাকার অতিরিক্ত টোল আদায় : মোবাইল কোর্টে জরিমানা ১০ হাজার টাকা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কোরবানির পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ছাগলের হাটে একজন ক্রেতার নিকট থেকে তিনশ’ টাকা টোল আদায় করা হয়। কিন্তু সরকারি টোল আদায়ের রেট ছাগলের বিক্রিত দামের শতকরা পাঁচ টাকা, কিন্তু দেড়শ’ টাকার বেশি নয়। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাট ইজারাদারের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরআগে একই অভিযোগে এই ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতারা অভিযোগ করেন যে, ছাগল ক্রেতাদের কাছ থেকে ছয়শ’ টাকা পর্যন্ত টোল নেয়া হয়েছে।

গরুহাটেও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন ক্রেতারা। গরুপ্রতি টোল আদায়ের সরকারি রেট চারশ’ টাকা হলেও এখানে নেয়া হচ্ছে ৬৫০ টাকা। ক্রেতারা অভিযোগ করেন যে, গরুর খাজনা আদায়ের রশিদে গরুর দাম লেখা হলেও খাজনার পরিমাণ লেখা হচ্ছেনা।

উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আব্দুস সালাম জানান, তিনি ৮২ হাজার পাঁচশ’ টাকায় একটি গরু কেনেন। তার কাছ থেকে ৬৫০ টাকা টোল নেয়া হয়। রশিদে টোলের পরিমাণ লেখতে বললেও ইজারাদারের লোকেরা তা লেখতে অস্বীকার করেন। নিয়মানুযায়ী হাটের কোথাও টোল আদায়ের রেট টাঙ্গানো হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনও তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

জানতে চাইলে উপজেলা নির্বহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, হাটের অনিয়ম দূর করতে বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এদিন এই হাটে কমপক্ষে চার হাজার গরু-ছাগল বিক্রি হয়েছে। সেই হিসেবে এই এক হাটেই ইজারাদার ক্রেতা সাধারণের কাছ থেকে কমপক্ষে ১০ লাখ টাকা অতিরিক্ত টোল আদায় করেছেন।

একজন ক্রেতা অভিযোগ করে বলেন, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু সাধারণের কাছ থেকে যে অতিরিক্ত টাকা আদায় করা হলো, তারা তো তা ফেরৎ পাচ্ছেন না।#