নওগাঁ ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের চারকোল তৈরীর প্রশিক্ষণ (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৫ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিওর আর্থ এর সহযোগিতায় ৪০ দিন ব্যাপী চারকোল (ক্যাঁরা) তৈরীর প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের একটি চাউল কল বয়লারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। সদর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আছির উদ্দিন বলেন, পরিবেশ বান্ধব জ্বালানীর ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে উপজেলার আটজন নারী-পুরুষকে ধানের তুষ থেকে চারকোল তৈরীর এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে প্রয়োজনীয় মেশিন সরবরাহ করা হবে। এতে তারা সকলেই স্বাবলম্বি হবেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের চারকোল তৈরীর প্রশিক্ষণ (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৫ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিওর আর্থ এর সহযোগিতায় ৪০ দিন ব্যাপী চারকোল (ক্যাঁরা) তৈরীর প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের একটি চাউল কল বয়লারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। সদর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আছির উদ্দিন বলেন, পরিবেশ বান্ধব জ্বালানীর ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে উপজেলার আটজন নারী-পুরুষকে ধানের তুষ থেকে চারকোল তৈরীর এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে প্রয়োজনীয় মেশিন সরবরাহ করা হবে। এতে তারা সকলেই স্বাবলম্বি হবেন।#