
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে ঈদে ১৩ হাজার দু:স্থ পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- ১১৩১

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে এই চাল বিতরণ করা হয়। ওই ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা বিতরণ উদ্বোধন করেন। ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মমিন উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ইউপি সদস্য হামিদুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বাকী ওয়ার্ডগুলোর সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, কয়েকদিন আগে এই উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার পাঁচশ’ জনের প্রত্যেকের মধ্যে পাঁচশ’ টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এখন আবার ১৩ হাজার ৫২৫ টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, মানুষ যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন ও বারে বারে হাত ধোবেন।#
সর্বোচ্চ পঠিত