নওগাঁ ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

লকডাউনের শেষ দিনে মহাদেবপুরে মাস্ক ব্যবহার না করায় ১০ জনের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ জুলাই ২০২১ :

লকডাউনের শেষ দিন বুধবার (১৪ জুলাই) সবকিছুই মোটামুটি স্বাভাবিক ছিল। লকডাউনের কোন প্রভাব এদিন লক্ষ্য করা যায়নি। গাড়ী চলেছে, দোকানপাট খুলেছে, মানুষ চলাচলও বেড়েছে। এরমধ্যেই প্রতিদিনের মতই প্রত্যন্ত এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মহাদেবপুরের আলোচিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন।

এদিন তিনি উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১০টি মামলায় মোট এক হাজার চারশ’ টাকা জরিমানা আদায় করেন।

বুধবার ছিল মাতাজীহাটের সাপ্তাহিক বড় হাটবার। এদিন হাটে কয়েক হাজার গরু-ছাগলের আমদানি হয়। হাটের কোথাও তিল ধারনের ঠাঁই ছিলনা। হাটুরেরা ইচ্ছে করলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেননি। মাস্কও ব্যবহার করেননি অনেকেই। হাটের আশে পাশে তিন কিলোমিটারের বেশী জায়গা ছিল গরুবাহী ভুটভুটির দখলে।

প্রতিদিনের মত সকাল থেকেই রাইগাঁ ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু তাঁর দলবল নিয়ে হাট পরিদর্শনে নামেন। তিনি হাটুরেদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের নির্দেশ দেন। এনিয়ে হ্যান্ড মাইকযোগে প্রচার চালান। হাটুরেদের মধ্যে মাস্কও বিতরণ করেন ও হাটের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা ও স্প্রে মেশিন ব্যবহারের ব্যবস্থা করেন।


অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস বিদ্যুৎ, ট্যাগ অফিসার জয়নাল আবেদীন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, ইউপি সচিব, ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটি ও ওয়ার্ড কমিটির শিক্ষক ও স্বাস্থ্য প্রতিনিধি, কমিটির সকল গণ্যমান্য সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

লকডাউনের শেষ দিনে মহাদেবপুরে মাস্ক ব্যবহার না করায় ১০ জনের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ জুলাই ২০২১ :

লকডাউনের শেষ দিন বুধবার (১৪ জুলাই) সবকিছুই মোটামুটি স্বাভাবিক ছিল। লকডাউনের কোন প্রভাব এদিন লক্ষ্য করা যায়নি। গাড়ী চলেছে, দোকানপাট খুলেছে, মানুষ চলাচলও বেড়েছে। এরমধ্যেই প্রতিদিনের মতই প্রত্যন্ত এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মহাদেবপুরের আলোচিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন।

এদিন তিনি উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১০টি মামলায় মোট এক হাজার চারশ’ টাকা জরিমানা আদায় করেন।

বুধবার ছিল মাতাজীহাটের সাপ্তাহিক বড় হাটবার। এদিন হাটে কয়েক হাজার গরু-ছাগলের আমদানি হয়। হাটের কোথাও তিল ধারনের ঠাঁই ছিলনা। হাটুরেরা ইচ্ছে করলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেননি। মাস্কও ব্যবহার করেননি অনেকেই। হাটের আশে পাশে তিন কিলোমিটারের বেশী জায়গা ছিল গরুবাহী ভুটভুটির দখলে।

প্রতিদিনের মত সকাল থেকেই রাইগাঁ ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু তাঁর দলবল নিয়ে হাট পরিদর্শনে নামেন। তিনি হাটুরেদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের নির্দেশ দেন। এনিয়ে হ্যান্ড মাইকযোগে প্রচার চালান। হাটুরেদের মধ্যে মাস্কও বিতরণ করেন ও হাটের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা ও স্প্রে মেশিন ব্যবহারের ব্যবস্থা করেন।


অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস বিদ্যুৎ, ট্যাগ অফিসার জয়নাল আবেদীন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, ইউপি সচিব, ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটি ও ওয়ার্ড কমিটির শিক্ষক ও স্বাস্থ্য প্রতিনিধি, কমিটির সকল গণ্যমান্য সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।#