নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের একজন মাদক ব্যবসায়ী ও অপরজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম জানান, থানা পুলিশ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলা সদরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের তিন গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির নয়শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী আসলাম সরদার (৪৩) নামে একজনকে আটক করে। সে উপজেলার মধ্য রাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
এছাড়া সোমবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে কোর্টের ওয়ারেন্টমূলে সাদ্দাম হোসেন (২৬) নামে একজনকে আটক করে। সে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।#