প্রকাশের সময় :
১২:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
৯৮২
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ জুলাই ২০২১ :
সোমবার (১২ জুলাই) নওগাঁর মহাদেবপুর নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, উপজেলা সদরের লিচুতলার এনজিও ঘাসফুলের কর্মী আলমগীর হোসেন (২৬) ও বোরহান উদ্দিন (২৪) এবং উত্তরগ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুম্মা আকতার (৩০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এদিন এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭ জনের নমুনা পরীক্ষা করে এই তিনজন শনাক্ত হন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৪।
এনিয়ে এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৮ জন। আর মারা গেছেন ১৩ জন। সুতরাং এখনো আক্রান্ত রয়েছেন ৬৪ জন।#