
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- ১১৭১

শনিবার (১০ জুলাই) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের সহকারি প্রকল্প পরিচালক মো: বদলুল আলম। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায় ও প্রকল্পের দুজন প্রকৌশলী তাঁর সঙ্গে ছিলেন। তারা উপজেলা সদরের বরেন্দ্র মোড় ফাজিলপুর ও এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামে নির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন।
মহাদেবপুর ইউএনও জানান, পরিদর্শকরা ঘরগুলো নির্মাণ কাজের মানসহ সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, এই উপজেলায় প্রথম পর্যায়ে ৩৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭৬টিসহ মোট ১১০টি ঘর নির্মাণ করে সেগুলো ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে। তারা সেখানে ভালভাবে বসবাস করছেন।#
সর্বোচ্চ পঠিত