মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ৭ নভেম্বর ২০১৯ :
বুধবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি স্কুল মাঠে আলমপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল এতে প্রধান অতিথি এবং বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আখড়াজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর মহিলা দলের সাবেক সভানেত্রী বেলি বেগম, পৌর কাউন্সিলার আবু মুসা, ইউপি সদস্য ইফতেখার আশরাফ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা ফেরদাউস খান এতে সভাপতিত্ব করেন।
সভায়¡ ইউনিয়নের ৯টি ্ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ফেরদাউস খানকে আহ্বায়ক, এম.এ,ওয়াদুদ, আব্দুস ছামাদ ও মোজাম্মেল হককে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। #