নওগাঁ ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ষষ্ঠ দিনে ১১ জনের নয় হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৬ জুলাই ২০২১ : কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন মহাদেবপুরে কিছুটা সিথিলভাবে পালিত হয়েছে। উপজেলা সদরের সারপট্টিতে সন্ধ্যা ৬টার পরও আম বেচাকেনা চলছে। বিক্রেতার মুখে নেই মাস্ক। ছবি তোলার বিষয় জানাতে পেরে হাত দিয়ে মুখ আড়াল করেন তিনি। ভ্যানচালকদের মুখে মাস্ক নেই---------------ছবি : সাঈদ টিটো

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ জুলাই ২০২১ :

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন মহাদেবপুরে কিছুটা সিথিলভাবে পালিত হয়েছে। এরমধ্যেই উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

সকাল থেকে তিনি উপজেলার সদর, আখেড়া মোড়, শিবরামপুর মোড়, মোল্লাকুড়ি মোড়, তেরমাইল, স্বরসতিপুর, শিবগঞ্জ সুলতানপুর, জিগাতলা প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা প্রভৃতি অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ও ২৬৯ ধারায় ১১ টি মামলায় মোট নয় হাজার একশ’ টাকা জরিমানা আদায় করেন।

সকাল থেকে উপজেলা সদরের মধ্যবাজারে কাপড়ের দোকান, তৈজসপত্র, বাসস্ট্যান্ডে বেকারি, কসমেটিক্সের দোকান, পান বিড়ি সিগারেট বিস্কুটের দোকান, হাসপাতাল মোড়ে স্টেশনারি, পাওরুটি কলা চায়ের দোকান, কুঞ্জবনে চায়ের দোকান প্রভৃতি খোলা দেখা গেছে। কাঁচা বাজার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার নির্দেশ থাকলেও বেশিরভাগ স্থানেই স্বাস্থ্যবিধি মানা হয়নি। সন্ধ্যা ৬টার পরও দুধহাটি, আমহাটি ছিল জমজমাট। সেখানে সামাজিক দূরত্ব মানা হয়নি। মাস্ক ব্যবহার করেননি অনেকেই। এদিন রিক্সাভ্যান, অটোচার্জার চলেছে আগের চেয়ে বেশি।

উপজেলা সদরের সবকটি মোড়ে থানা পুলিশ পাহারায় ছিলেন। তারা রিক্সা, মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছেন। সেনাবাহিনীর একাধিক টিমও উপজেলাজুড়ে টহল দিয়েছে।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে ষষ্ঠ দিনে ১১ জনের নয় হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ জুলাই ২০২১ :

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন মহাদেবপুরে কিছুটা সিথিলভাবে পালিত হয়েছে। এরমধ্যেই উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

সকাল থেকে তিনি উপজেলার সদর, আখেড়া মোড়, শিবরামপুর মোড়, মোল্লাকুড়ি মোড়, তেরমাইল, স্বরসতিপুর, শিবগঞ্জ সুলতানপুর, জিগাতলা প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা প্রভৃতি অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ও ২৬৯ ধারায় ১১ টি মামলায় মোট নয় হাজার একশ’ টাকা জরিমানা আদায় করেন।

সকাল থেকে উপজেলা সদরের মধ্যবাজারে কাপড়ের দোকান, তৈজসপত্র, বাসস্ট্যান্ডে বেকারি, কসমেটিক্সের দোকান, পান বিড়ি সিগারেট বিস্কুটের দোকান, হাসপাতাল মোড়ে স্টেশনারি, পাওরুটি কলা চায়ের দোকান, কুঞ্জবনে চায়ের দোকান প্রভৃতি খোলা দেখা গেছে। কাঁচা বাজার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার নির্দেশ থাকলেও বেশিরভাগ স্থানেই স্বাস্থ্যবিধি মানা হয়নি। সন্ধ্যা ৬টার পরও দুধহাটি, আমহাটি ছিল জমজমাট। সেখানে সামাজিক দূরত্ব মানা হয়নি। মাস্ক ব্যবহার করেননি অনেকেই। এদিন রিক্সাভ্যান, অটোচার্জার চলেছে আগের চেয়ে বেশি।

উপজেলা সদরের সবকটি মোড়ে থানা পুলিশ পাহারায় ছিলেন। তারা রিক্সা, মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছেন। সেনাবাহিনীর একাধিক টিমও উপজেলাজুড়ে টহল দিয়েছে।#