
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে ষষ্ঠ দিনে ১১ জনের নয় হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- ১০২০

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৬ জুলাই ২০২১ : কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন মহাদেবপুরে কিছুটা সিথিলভাবে পালিত হয়েছে। উপজেলা সদরের সারপট্টিতে সন্ধ্যা ৬টার পরও আম বেচাকেনা চলছে। বিক্রেতার মুখে নেই মাস্ক। ছবি তোলার বিষয় জানাতে পেরে হাত দিয়ে মুখ আড়াল করেন তিনি। ভ্যানচালকদের মুখে মাস্ক নেই---------------ছবি : সাঈদ টিটো

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) সারাদিন মহাদেবপুরে কিছুটা সিথিলভাবে পালিত হয়েছে। এরমধ্যেই উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
সকাল থেকে তিনি উপজেলার সদর, আখেড়া মোড়, শিবরামপুর মোড়, মোল্লাকুড়ি মোড়, তেরমাইল, স্বরসতিপুর, শিবগঞ্জ সুলতানপুর, জিগাতলা প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা প্রভৃতি অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ও ২৬৯ ধারায় ১১ টি মামলায় মোট নয় হাজার একশ’ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সদরের সবকটি মোড়ে থানা পুলিশ পাহারায় ছিলেন। তারা রিক্সা, মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছেন। সেনাবাহিনীর একাধিক টিমও উপজেলাজুড়ে টহল দিয়েছে।#
সর্বোচ্চ পঠিত