নওগাঁ ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে করোনায় আরও ছয়জন আক্রান্ত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুলাই ২০২১ :

সোমবার (৫ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা সদরের কলেজপাড়ার সেকেন্দার আলীর ছেলে কামরুজ্জামান (৪০), সদর ইউনিয়নের আখেড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে অরুন চন্দ্র (৫৫), খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আকামন আলীর ছেলে সাহের আলী (৭০), এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আবুল খায়ের (৬২), রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট গ্রামের সুলতান আহমেদের স্ত্রী রওশন আরা (৫০) ও ভীমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন সরদার (৫৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার এখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নয়টি নমুনা পরীক্ষায় প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া বগুড়া টিএমএসএস পিসিআর ল্যাবে ২৮ টি নমুনা পরীক্ষায় শেষ তিনজন শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ ভাগ। এদিন ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

এনিয়ে এই উপজেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ২২৫ জন। আর মারা গেছেন ১১ জন। সুতরাং এখনও করোনায় আক্রান্ত রয়েছেন ১০৭ জন।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে করোনায় আরও ছয়জন আক্রান্ত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুলাই ২০২১ :

সোমবার (৫ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা সদরের কলেজপাড়ার সেকেন্দার আলীর ছেলে কামরুজ্জামান (৪০), সদর ইউনিয়নের আখেড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে অরুন চন্দ্র (৫৫), খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আকামন আলীর ছেলে সাহের আলী (৭০), এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আবুল খায়ের (৬২), রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট গ্রামের সুলতান আহমেদের স্ত্রী রওশন আরা (৫০) ও ভীমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন সরদার (৫৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার এখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নয়টি নমুনা পরীক্ষায় প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া বগুড়া টিএমএসএস পিসিআর ল্যাবে ২৮ টি নমুনা পরীক্ষায় শেষ তিনজন শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ ভাগ। এদিন ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

এনিয়ে এই উপজেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ২২৫ জন। আর মারা গেছেন ১১ জন। সুতরাং এখনও করোনায় আক্রান্ত রয়েছেন ১০৭ জন।#