প্রকাশের সময় :
১২:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
৯২৮
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ৫ জুলাই ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে সোমবার (৫ জুলাই) লকডাউনের পঞ্চম দিনে সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পায়। মাঝে মাঝে কিছু যন্ত্র চালিত যানবাহন দেখা যায়। দোকানপাট বন্ধ ছিল। উপজেলা সদর হাসপাতালের সামনে বেশ কয়েকটি চায়ের দোকান খোলা রয়েছে। অফিস পাড়ায় উপজেলা খাদ্য অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস, হিসাব রক্ষণ অফিস খোলা রয়েছে বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ জন সিএনজি অটো চার্জার, ক্ষুদ্র চা দোকান, হোটেল শ্রমিক ও দোকান কর্মচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল এক কেজি তেল, এক কেজি লবন, এক কেজি ডাল, একটি সাবান, ১০ কেজি চাল ও পাঁচ কেজি আম।
খাবার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুমুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ টি মামলা দায়ের করেন ও এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে দশটি মামলা দায়ের করেন ও চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। মাঝে মাঝে বিজিবি ও সেনাবাহিনীর গাড়িবহর দেখা যায়।#