নওগাঁ ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে স্থানীয় সরকার পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির সভা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৪ জুলাই ২০২১ : রোববার (৪ জুলাই) সকালে নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু-------------সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৪ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে চতুর্থ দিনেও সর্বত্মক লকডাউন পালিত হয়েছে। লকডাউন কার্যকরে আগের মতই তৎপর ছিলেন ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ। তাদের সাথে যুক্ত হয়েছেন ইউনিয়ন পর্যায়ের করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। সক্রিয় রয়েছে ইউনিয়ন পর্যায়ের মন্দির, মসজিদ ও বাজার মনিটরিং কমিটি। স্থানীয় সরকার পর্যায়ের এসব কমিটিতে ইউপি চেয়ারম্যানদের সভাপতি করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন এক একজন করে সরকারি কর্মকর্তা। রয়েছেন ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি। তারা নিজ নিজ এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।

রোববার (৪ জুলাই) সকালে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ইউনিয়নের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সহায়ক সদর ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।

নিজ নিজ এলাকার করোনা পরিস্থিতি বর্ণনা করে বক্তব্য রাখেন, সদস্য সচিব উপ-সহকারি কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, ইউপি সদস্য ১নং ওয়ার্ডের কাজী ফেরদৌস ফেরদা, ২নং ওয়ার্ডের আতিকুর রহমান মনু, ৩নং ওয়ার্ডের উফসের আলী, ৪নং ওয়ার্ডের আল মামুন, ৫নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের আহসান হাবীব, ৭নং ওয়ার্ডের বাদশা আলী, ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দুলু, ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের সদস্যা মাজেদা বেগম, কল্পনা আকতার, সুলতানা বেগম, আওয়ামী লীগ নেতা বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা ইমাম ওলামা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের ইমাম উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, আলিফ লাম মিম মসজিদের ইমাম সুলতান আহমেদ, লিচুবাগান জামেহ মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন, মন্দিরের পুরোহিত গোবিন্দ চন্দ্র কুন্ডু, শংকর মুখার্জি, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মহাদেবপুর শিশু নিকেতনের সহকারি শিক্ষক মিজানুর রহমান, খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষিকা শুক্লা গোস্বামী, জান্নাতুল ফেরদৌস, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিদুর রহমান প্রমুখ।

সভায় লকডাউন বাস্তবায়নে কেউ যাতে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসেন তা নিশ্চিতকরণ, সরকারি নির্দেশনায় উল্লেখিত দোকানপাট খোলা না রাখা, মাস্ক বিতরণ, করোনা আক্রান্তদের সহায়তা, বিভিন্ন ত্রাণ বিতরণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। আগের দিন উপজেলার রাইগাঁ ও অন্যান্য ইউনিয়নেও অনুরুপ সভার আয়োজন করা হয়।

এদিন উপজেলা সদরের দোকানপাট, ভারি যান চলাচল বন্ধ ছিল। অল্প সংখ্যক রিক্সা, ভ্যান, অটোচার্জার, সিএনজি, মোটরসাইকেল, বাইসাইকেল চললেও তাদেরকে মোড়ে মোড়ে টহল পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে।

সকালে উপজেলা নির্বাহী অফিসার বিজিবি সদস্যদের সাথে উপজেলার বিভিন্ন স্থানে মনিটরিং টহল দেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে এই উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১০জন করে কমপক্ষে ৯শ’ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ও খাজুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিন সরকারি নির্দেশনা না মানায় সাতটি মামলায় তিন হাজার তিনশ’ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া উপজেলাজুড়ে সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে স্থানীয় সরকার পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির সভা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৪ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে চতুর্থ দিনেও সর্বত্মক লকডাউন পালিত হয়েছে। লকডাউন কার্যকরে আগের মতই তৎপর ছিলেন ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ। তাদের সাথে যুক্ত হয়েছেন ইউনিয়ন পর্যায়ের করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। সক্রিয় রয়েছে ইউনিয়ন পর্যায়ের মন্দির, মসজিদ ও বাজার মনিটরিং কমিটি। স্থানীয় সরকার পর্যায়ের এসব কমিটিতে ইউপি চেয়ারম্যানদের সভাপতি করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন এক একজন করে সরকারি কর্মকর্তা। রয়েছেন ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি। তারা নিজ নিজ এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।

রোববার (৪ জুলাই) সকালে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ইউনিয়নের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সহায়ক সদর ইউনিয়ন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।

নিজ নিজ এলাকার করোনা পরিস্থিতি বর্ণনা করে বক্তব্য রাখেন, সদস্য সচিব উপ-সহকারি কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, ইউপি সদস্য ১নং ওয়ার্ডের কাজী ফেরদৌস ফেরদা, ২নং ওয়ার্ডের আতিকুর রহমান মনু, ৩নং ওয়ার্ডের উফসের আলী, ৪নং ওয়ার্ডের আল মামুন, ৫নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের আহসান হাবীব, ৭নং ওয়ার্ডের বাদশা আলী, ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দুলু, ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের সদস্যা মাজেদা বেগম, কল্পনা আকতার, সুলতানা বেগম, আওয়ামী লীগ নেতা বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা ইমাম ওলামা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের ইমাম উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, আলিফ লাম মিম মসজিদের ইমাম সুলতান আহমেদ, লিচুবাগান জামেহ মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন, মন্দিরের পুরোহিত গোবিন্দ চন্দ্র কুন্ডু, শংকর মুখার্জি, মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মহাদেবপুর শিশু নিকেতনের সহকারি শিক্ষক মিজানুর রহমান, খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষিকা শুক্লা গোস্বামী, জান্নাতুল ফেরদৌস, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিদুর রহমান প্রমুখ।

সভায় লকডাউন বাস্তবায়নে কেউ যাতে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসেন তা নিশ্চিতকরণ, সরকারি নির্দেশনায় উল্লেখিত দোকানপাট খোলা না রাখা, মাস্ক বিতরণ, করোনা আক্রান্তদের সহায়তা, বিভিন্ন ত্রাণ বিতরণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। আগের দিন উপজেলার রাইগাঁ ও অন্যান্য ইউনিয়নেও অনুরুপ সভার আয়োজন করা হয়।

এদিন উপজেলা সদরের দোকানপাট, ভারি যান চলাচল বন্ধ ছিল। অল্প সংখ্যক রিক্সা, ভ্যান, অটোচার্জার, সিএনজি, মোটরসাইকেল, বাইসাইকেল চললেও তাদেরকে মোড়ে মোড়ে টহল পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে।

সকালে উপজেলা নির্বাহী অফিসার বিজিবি সদস্যদের সাথে উপজেলার বিভিন্ন স্থানে মনিটরিং টহল দেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে এই উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১০জন করে কমপক্ষে ৯শ’ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ও খাজুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিন সরকারি নির্দেশনা না মানায় সাতটি মামলায় তিন হাজার তিনশ’ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া উপজেলাজুড়ে সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।#