প্রকাশের সময় :
১১:০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
৯৬২
মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ৩ জুলাই ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে শনিবার (৩ জুলাই) বিকেল পাঁচটায় লকডাউনের তৃতীয় দিনে উপজেলা-সদর ছিল একেবারে ফাঁকা। সকাল থেকেই রিমঝিম বৃষ্টি। কাঁচা বাজারের কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা ছিলনা। শনিবার মহাদেবপুর সাপ্তাহিক হাট বার হওয়ায় অনেকে মনে করেছিলেন জমজমাট গরু-ছাগলের হাট লাগবে। কিছু ক্রেতা কুরবানী কেনার জন্য এসেছিলেন। কিন্তু হাট সম্পূর্ণ বন্ধ ছিল। তবে খোলা ছিল কাঁচা বাজার।
ব্যবসায়ী সামাদ জানান, তিনি অনেক কাঁচা মাল ক্রয় করেছেন। কিন্তু ক্রেতার অভাবে সেসব বিক্রি হচ্ছে না। কুরবানী কিনতে আসা ময়েন উদ্দিন জানান, তিনি মনে করেছিলেন কুরবানীর হাট লাগবে। কিন্তু দেখেন কোন হাট লাগেনি।
উপজেলা সদরের দোকানপাট বন্ধ ছিল। যন্ত্র চালিত যানবাহন বন্ধ। কিছু পণ্যবাহী গাড়ি দেখা যায়। সাধারণ মানুষের চলাচল নেই। হোটেল-রেস্তোরাঁ বন্ধ। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। মাঝে মাঝে সেনাবাহিনীর গাড়িবহর দেখা যায়।#