
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে লকডাউনে সাপ্তাহিক গরু ছাগলের হাট বন্ধ<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- ১০০৮

নওগাঁর মহাদেবপুরে শনিবার (৩ জুলাই) বিকেল পাঁচটায় লকডাউনের তৃতীয় দিনে উপজেলা-সদর ছিল একেবারে ফাঁকা। সকাল থেকেই রিমঝিম বৃষ্টি। কাঁচা বাজারের কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা ছিলনা।
ব্যবসায়ী সামাদ জানান, তিনি অনেক কাঁচা মাল ক্রয় করেছেন। কিন্তু ক্রেতার অভাবে সেসব বিক্রি হচ্ছে না।
সর্বোচ্চ পঠিত