প্রকাশের সময় :
১২:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
১০৪৩
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২ জুলাই ২০২১ :
উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি। শুক্রবার (২ জুলাই) সপ্তাহের ব্যবধানে আত্রাই নদীর পানি সামান্য কমলেও বেড়েছে ছোট যমুনা নদীর পানি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান জানান, গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে নওগাঁর ছোট বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে। তবে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। গত ২৯ জুন নওগাঁর আত্রাই নদীর পানি ধামইরহাটের শিমুলতলী পয়েন্টে ৭০ দশমিক ৯৪ সেন্টিমিটারে প্রবাহিত হলেও এখন ৭০ দশমিক ৮৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আত্রাইয়ের পানি কমেছে দশমিক ১১ সেন্টিমিটার।
২৯ জুন নওগাঁর ছোট যমুনা নদীর পানি ১১ দশমিক ২০ সেন্টিমিটার রেকর্ড করা হলেও শুক্রবার (২ জুলাই) তা বেড়েছে ১৩ দশমিক ৮৮ সেন্টিমিটারে। এতে করে এক সপ্তাহে ২ দশমিক ৬৮ সেন্টিমিটার বেড়েছে এই নদীর পানি। তবে এখনো তা বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।#