নওগাঁ ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে লকডাউনে পুলিশের কঠোর অবস্থান<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ২ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা সদরের দোকানপাট বন্ধ। কাঁচা বাজার বন্ধ। যন্ত্র চালিত যানবাহন বন্ধ। তবে কিছু ক্লিনিকে রোগীদের দেখা যায়। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য ডাক্তাররা এ উপজেলায় রোগী দেখতে আসেন। উপজেলার পশ্চিমাঞ্চলের অসংখ্য রোগী এখানে আসেন। তবে আজ তুলনামূলক অনেক কম।

সকাল থেকেই থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলা সদরের পোস্ট অফিস মোড়,বকের মোড়, মাছের মোড়, মধ্য বাজার, শিবগঞ্জ মোড়, ব্রিজ রোড সহ নানা জায়গায় অবস্থান নেন। পুলিশ সদস্যরা বিভিন্ন যন্ত্রচালিত যানবাহনের গতিবিধি লক্ষ্য করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কেন তারা বাইরে এসেছেন জানতে চান। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

বাদজুম্মা বকের মোড়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তিনি সকাল থেকেই পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রেখেছেন। নিজেও লকডাউন তদারকি করছেন।

তিনি আরো বলেন, কোন মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদেরকে সতর্ক করা হচ্ছে। মাস্ক ছাড়া যেন কেউ বের না হয় এই পরামর্শ দেয়া হচ্ছে। মরণব্যাধি করোনাভাইরাস থেকে বাঁচতে পুলিশ প্রয়োজনে আরো কঠোর হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে লকডাউনে পুলিশের কঠোর অবস্থান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ২ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা সদরের দোকানপাট বন্ধ। কাঁচা বাজার বন্ধ। যন্ত্র চালিত যানবাহন বন্ধ। তবে কিছু ক্লিনিকে রোগীদের দেখা যায়। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য ডাক্তাররা এ উপজেলায় রোগী দেখতে আসেন। উপজেলার পশ্চিমাঞ্চলের অসংখ্য রোগী এখানে আসেন। তবে আজ তুলনামূলক অনেক কম।

সকাল থেকেই থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলা সদরের পোস্ট অফিস মোড়,বকের মোড়, মাছের মোড়, মধ্য বাজার, শিবগঞ্জ মোড়, ব্রিজ রোড সহ নানা জায়গায় অবস্থান নেন। পুলিশ সদস্যরা বিভিন্ন যন্ত্রচালিত যানবাহনের গতিবিধি লক্ষ্য করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কেন তারা বাইরে এসেছেন জানতে চান। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

বাদজুম্মা বকের মোড়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তিনি সকাল থেকেই পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রেখেছেন। নিজেও লকডাউন তদারকি করছেন।

তিনি আরো বলেন, কোন মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদেরকে সতর্ক করা হচ্ছে। মাস্ক ছাড়া যেন কেউ বের না হয় এই পরামর্শ দেয়া হচ্ছে। মরণব্যাধি করোনাভাইরাস থেকে বাঁচতে পুলিশ প্রয়োজনে আরো কঠোর হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।#