
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে বৃষ্টিস্নাত লকডাউন : দিনভর অভিযানে ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০১:৩৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- ১১১৭

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১ জুলাই ২০২১ : বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজেই উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। ছবিতে উপজেলার নওহাট মোড়ে অভিযান পরিচালনা করতে দেখা যাচ্ছে-------------সাঈদ টিটো

সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন দিনভর চষে বেড়িয়েছেন পুরো উপজেলা। সারাদিন নিরলস পরিশ্রম করেছেন লকডাউন সফল করতে। মুষলধারে বৃষ্টি থামাতে পারেনি তাঁকে। ভিজে ভিজেই তিনি উপজেলা সদর ছাড়াও গেছেন নওহাটা মোড়, খাজুর, এনায়েতপুর প্রভৃতি স্থানে। রাত পর্যন্ত সেসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। লকডাউন ভঙ্গ করায় মামলা করেছেন ১৩ টি। তবে কাউকেও আটক করেননি। তাদের কাছ থেকে আদায় করেছেন জরিমানা। যার পরিমাণ তিন হাজার চারশ টাকা। তিনি জানান, উপজেলা সদরের চেয়ে মফস্বল এলাকায় মানুষ সচেতন কম। মানুষকে ঘরে রাখতে তার এ অভিযান অব্যাহত থাকবে।
করোনা প্রতিরোধে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ জন করে মোট ৯০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কমিটিগুলো সক্রিয় ছিল। উত্তরগ্রামে হাট লাগলে সেখানকার কমিটির সদস্যরা সে হাট ভেঙ্গে দেন। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আবিদ হোসেন সরকার এতে নেতৃত্ব দেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ প্রমুখ ইউএনওর সঙ্গে ছিলেন।#
সর্বোচ্চ পঠিত