নওগাঁ ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বৃষ্টিস্নাত লকডাউন : দিনভর অভিযানে ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১ জুলাই ২০২১ : বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজেই উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। ছবিতে উপজেলার নওহাট মোড়ে অভিযান পরিচালনা করতে দেখা যাচ্ছে-------------সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১ জুলাই ২০২১ :

বৃহস্পতিবার (১ জুলাই) নওগাঁর মহাদেবপুরে কঠোর লকডাউন পালিত হয়েছে। লকডাউন বাস্তবায়নে দিনভর তৎপর ছিলেন ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ।

সারাদিন সুনসান ছিল উপজেলা সদর। উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়, বকের মোড়, বড়তলী, ঘোষপাড়া মোড়, পোস্ট অফিস মোড়, থানার মোড়, শিবগঞ্জ মোড়, মডেল স্কুল মোড়, কলেজপাড়া, পুরাতন ব্রীজ, মাতাজী রোড প্রভৃতি স্থান ছিল জনমানবশূণ্য। মাঝে মাঝে দুএকটি রিক্সা, ভ্যান, সিএনজি চলেছে। মোটরসাইকেল, বাইসাইকেলও। দুএকটি দোকানের ঝাপও সামান্য করে খুলেছে। কিন্তু তাদের সবাইকেই পড়তে হয়েছে জেরায়।

সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন দিনভর চষে বেড়িয়েছেন পুরো উপজেলা। সারাদিন নিরলস পরিশ্রম করেছেন লকডাউন সফল করতে। মুষলধারে বৃষ্টি থামাতে পারেনি তাঁকে। ভিজে ভিজেই তিনি উপজেলা সদর ছাড়াও গেছেন নওহাটা মোড়, খাজুর, এনায়েতপুর প্রভৃতি স্থানে। রাত পর্যন্ত সেসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। লকডাউন ভঙ্গ করায় মামলা করেছেন ১৩ টি। তবে কাউকেও আটক করেননি। তাদের কাছ থেকে আদায় করেছেন জরিমানা। যার পরিমাণ তিন হাজার চারশ টাকা। তিনি জানান, উপজেলা সদরের চেয়ে মফস্বল এলাকায় মানুষ সচেতন কম। মানুষকে ঘরে রাখতে তার এ অভিযান অব্যাহত থাকবে।

দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল নওগাঁ থেকে এসে মহাদেবপুরে অভিযান চালিয়ে পোরশার দিকে গেছেন। তারা হাতুড় ইউনিয়নের গাহলীর মোড়ে একটি হাট লাগতে দেখে তা ভেঙ্গে দেন। হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক এতে নেতৃত্ব দেন।

করোনা প্রতিরোধে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ জন করে মোট ৯০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কমিটিগুলো সক্রিয় ছিল। উত্তরগ্রামে হাট লাগলে সেখানকার কমিটির সদস্যরা সে হাট ভেঙ্গে দেন। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আবিদ হোসেন সরকার এতে নেতৃত্ব দেন।

রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুর নেতৃত্বে সেখানকার কমিটির সদস্যদের তৎপরতায় মাতাজীহাটে প্রায় শতভাগ লকডাউন পালিত হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সারাদিন উপজেলার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে অভিযান পরিচালনা করেছেন। সন্ধ্যায় থানা পুলিশের একটি বড় দল মোটরসাইকেল র‌্যালি করে মানুষকে সচেতন করেন এবং অভিযান পরিচালনা করেন। পুরো উপজেলায় যায় তাদের র‌্যালি।

সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন অভিযান পরিচালনা করেন। লকডাউন অমান্য করায় তিনি ১১ টি মামলায় দুই হাজার একশ ১০ টাকা জরিমানা আদায় করেন। তিনি বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে যেকোন উপায়ে ঘরে থাকতে হবে। এজন্য প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।

অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ প্রমুখ ইউএনওর সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বৃষ্টিস্নাত লকডাউন : দিনভর অভিযানে ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৩৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১ জুলাই ২০২১ :

বৃহস্পতিবার (১ জুলাই) নওগাঁর মহাদেবপুরে কঠোর লকডাউন পালিত হয়েছে। লকডাউন বাস্তবায়নে দিনভর তৎপর ছিলেন ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনা, পুলিশ।

সারাদিন সুনসান ছিল উপজেলা সদর। উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়, বকের মোড়, বড়তলী, ঘোষপাড়া মোড়, পোস্ট অফিস মোড়, থানার মোড়, শিবগঞ্জ মোড়, মডেল স্কুল মোড়, কলেজপাড়া, পুরাতন ব্রীজ, মাতাজী রোড প্রভৃতি স্থান ছিল জনমানবশূণ্য। মাঝে মাঝে দুএকটি রিক্সা, ভ্যান, সিএনজি চলেছে। মোটরসাইকেল, বাইসাইকেলও। দুএকটি দোকানের ঝাপও সামান্য করে খুলেছে। কিন্তু তাদের সবাইকেই পড়তে হয়েছে জেরায়।

সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন দিনভর চষে বেড়িয়েছেন পুরো উপজেলা। সারাদিন নিরলস পরিশ্রম করেছেন লকডাউন সফল করতে। মুষলধারে বৃষ্টি থামাতে পারেনি তাঁকে। ভিজে ভিজেই তিনি উপজেলা সদর ছাড়াও গেছেন নওহাটা মোড়, খাজুর, এনায়েতপুর প্রভৃতি স্থানে। রাত পর্যন্ত সেসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। লকডাউন ভঙ্গ করায় মামলা করেছেন ১৩ টি। তবে কাউকেও আটক করেননি। তাদের কাছ থেকে আদায় করেছেন জরিমানা। যার পরিমাণ তিন হাজার চারশ টাকা। তিনি জানান, উপজেলা সদরের চেয়ে মফস্বল এলাকায় মানুষ সচেতন কম। মানুষকে ঘরে রাখতে তার এ অভিযান অব্যাহত থাকবে।

দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল নওগাঁ থেকে এসে মহাদেবপুরে অভিযান চালিয়ে পোরশার দিকে গেছেন। তারা হাতুড় ইউনিয়নের গাহলীর মোড়ে একটি হাট লাগতে দেখে তা ভেঙ্গে দেন। হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক এতে নেতৃত্ব দেন।

করোনা প্রতিরোধে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ জন করে মোট ৯০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কমিটিগুলো সক্রিয় ছিল। উত্তরগ্রামে হাট লাগলে সেখানকার কমিটির সদস্যরা সে হাট ভেঙ্গে দেন। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আবিদ হোসেন সরকার এতে নেতৃত্ব দেন।

রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুর নেতৃত্বে সেখানকার কমিটির সদস্যদের তৎপরতায় মাতাজীহাটে প্রায় শতভাগ লকডাউন পালিত হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সারাদিন উপজেলার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে অভিযান পরিচালনা করেছেন। সন্ধ্যায় থানা পুলিশের একটি বড় দল মোটরসাইকেল র‌্যালি করে মানুষকে সচেতন করেন এবং অভিযান পরিচালনা করেন। পুরো উপজেলায় যায় তাদের র‌্যালি।

সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন অভিযান পরিচালনা করেন। লকডাউন অমান্য করায় তিনি ১১ টি মামলায় দুই হাজার একশ ১০ টাকা জরিমানা আদায় করেন। তিনি বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে যেকোন উপায়ে ঘরে থাকতে হবে। এজন্য প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।

অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ প্রমুখ ইউএনওর সঙ্গে ছিলেন।#