প্রকাশের সময় :
০৬:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
১০৪৯
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী রেজওয়ান হোসেন সান, সহযোগী সম্পাদক, ১ জুলাই ২০২১ :
নওগাঁর বদলগাছি উপজেলার উত্তরাঞ্চল ও জয়পুরহাট জেলা সরদারের দক্ষিণাঞ্চলে মামুন বিল অবস্থিত। এই বিলের উজানে ৪-৫ টি বিলের ও গোলের পানি এবং বৃষ্টির পানি এই বিলে এসে পরে কিন্তু এই বিলের পানি ভাটির দিকে প্রবাহিত হবার যে খাল তা প্রায় চার দশক ধরে সংস্কারের অভাবে জৈষ্ঠ্যমাস থেকে পৌষমাস পর্যন্ত জলাবদ্ধ হয়ে থাকে।
নওগাঁর বদলগাছি উপজেলার উত্তররামপুর ও নয়নশহর এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার পার্বতীপুর ও ভগবানপুর গ্রাম নিয়ে এই মামুন বিল। জৈষ্ঠ আষাঢ় মাসে বিলটির উজানের ৪-৫ টি বিল ও গোলের পানি এসে পরে। ফলে আমন ধান চাষের জমিতে প্রায় দুই থেকে আাড়াই ফুট পর্যন্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে আমন চাষ করা সম্ভব হয়না। যে খাল দিয়ে এই পানি বেরিয়ে যায় সেই খাল দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পলি জমে বেশির ভাগই ভরাট হয়ে গেছে। ফলে এই অঞ্চলের প্রায় সাত হাজার একর জমিতে আউস, আমন, পাটসহ রবিশস্য চাষ করা সম্ভব হচ্ছেনা।
মামুন বিলের ভাটিতে উত্তর রামপুর কচার বিল, জগদীশপুর বিল, উত্তর শ্রীরামপুর বিল ও ভালকির বিল অবস্থিত। কচার বিল, জগদীশপুর বিল ও উত্তর শ্রীরামপুর বিলের পুরানো খাল সংস্কার, কানচগাড়ী ও সঙ্গরপুর বিলের পুরানো খাল সংস্কার, উত্তর রামপুর গ্রামে এক কিলোমিটার নতুন খাল খননসহ কয়েকটি কালভার্ট সংস্কার ও ভালকির ব্রীজের উজান হতে শ্রীরামপুর বিলের দিকে প্রায় এক কিলোমিটার নতুন খাল খনন করা হলে এই এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। সেই সাথে এই এলাকার প্রায় সাত হাজার একর জমিতে আউস, আমন, বোরাধান, পাটসহ রবি শস্য চাষের পথ সুগম হবে।
এব্যাপারে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি দেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।#