
পরীক্ষামূলক সম্প্রচার :
নওগাঁয় প্রথম দিনে সর্বাত্মক লকডাউন পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- ১০৭৭

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত প্রথম দিনে নওগাঁয় সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে জেলা শহরের লকডাউনের আওতাভুক্ত সকল দোকান পাট বন্ধ ছিল।
এরমধ্যেই বিভিন্ন অজুহাতে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে। অনেকেই প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। দুই একটি রিকশা-ভ্যান, জরুরি পরিষেবার যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। যারা অযথা রাস্তাঘাটে চলাচল করছেন তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বন্ধ আছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান।
তিনি আরও বলেন, ‘বিধিনিষেধ চলাকালীন সময়ে নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে এবং আন্ত:জেলা বাস ও সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। তবে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, পণ্য বহনকারী ট্রাক ও জরুরি সেবাদানকারী পরিবহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।’
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জানিয়েছেন, সারাদেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে। #
সর্বোচ্চ পঠিত