নওগাঁ ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে আরও দুইজন শনাক্ত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৯ জুন ২০২১ :

গত ২৪ ঘন্টায় নওগাঁর আত্রাইয়ে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোখছানা হ্যাপি জানান, শনিবার (১৯ জুন) আসা রিপোর্টে আরও দুইজন শনাক্ত হয়। তাদের চিকিৎসা ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। প্রয়োজনে বাইরে আসলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে আরও দুইজন শনাক্ত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৯ জুন ২০২১ :

গত ২৪ ঘন্টায় নওগাঁর আত্রাইয়ে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোখছানা হ্যাপি জানান, শনিবার (১৯ জুন) আসা রিপোর্টে আরও দুইজন শনাক্ত হয়। তাদের চিকিৎসা ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। প্রয়োজনে বাইরে আসলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।#