মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ অক্টোবর ২০১৯ :
রবিবার যথাযোগ্য মর্যাদায় নওগাঁর মহাদেবপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।
সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কাল পতাকা উত্তোলন, কার্যালয়ে বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোওয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঘোষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুর চন্দ্র সাহা বুদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
অন্যদের মধ্যে যুব মহিলালীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের নেতা ফণি ভুষণ মহান্তসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিকেলে এনায়েতপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পাঠাগারের উদ্যোগে পীরগঞ্জ শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি আব্দুর রউফ এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুর চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়াারম্যান মাহবুবুর রহমান ধলু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ। #