নওগাঁ ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ডাক্তার, হাসপাতালের পরিচ্চন্নতাকর্মী, পুলিশ, যুবলীগ নেতাসহ আরও ১৬ জন শনাক্ত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ জুন ২০২১ :

সপ্তাহান্তে গত তিন দিনে নওগাঁর মহাদেবপুরে ডাক্তার, হাসপাতালের পরিচ্চন্নতাকর্মী, পুলিশ, যুবলীগ নেতাসহ আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। এদের মধ্যে গত তিন দিনে সুস্থ হয়েছেন ২১ জন, আর মোট সুস্থ হয়েছেন ১৮৭ জন। মারা গেছেন পাঁচজন। ফলে এখন এই উপজেলায় করোনা আক্রান্ত রয়েছেন ৮৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৭ জুন) আক্রান্ত হয়েছেন মহাদেবপুর লিচুবাগানের রেজাউর রহমানের ছেলে ইশফাক আলী (২৫)। আগের দিন বুধবার আক্রান্ত হয়েছেন রাইগাঁ ইউনিয়নের শহরাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৬৫)।

এছাড়া মঙ্গলবার (১৫ জুন) আক্রান্ত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে রয়েছেন, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আমিনুল ইসলাম (৪৪), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী বাদলের ছেলে শংকর বাঁশফোর (৫৫),মহাদেবপুর লিচু বাগানের আশুতোষের ছেলে সৌমিক (১৮), মহাদেবপুর দুলালপাড়ার গণেশ চন্দ্রের ছেলে শংকর কুমার (২৯), তার স্ত্রী নুপুর (২৩), মহাদেবপুর দশকলোনীর রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৩), মহাদেবপুর থানা পুলিশের স্টাফ ফরিদুল ইসলামের ছেলে শাহিন আলম খান (৩৩), মহাদেবপুর উপজেলা পরিষদের ১নং গেট সংলগ্ন ফেরদৌস হাসানের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫১), সদর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে আব্দুর রশিদ (৬১), চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন (৭০), নাটশাল গোপালপুর (বর্তমানে মহাদেবপুর পুরাতন গরুহাটি) গ্রামের জাবেদ আলীর ছেলে আহসান হাবীব (৪৪), উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত অমূল্য চন্দ্রের ছেলে নয়ন (৪০), রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের মোহাইমিনুলের স্ত্রী কুলসুম (২৫) ও খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসীম উদ্দিনের ছেলে যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ (৪০)।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে ডাক্তার, হাসপাতালের পরিচ্চন্নতাকর্মী, পুলিশ, যুবলীগ নেতাসহ আরও ১৬ জন শনাক্ত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ জুন ২০২১ :

সপ্তাহান্তে গত তিন দিনে নওগাঁর মহাদেবপুরে ডাক্তার, হাসপাতালের পরিচ্চন্নতাকর্মী, পুলিশ, যুবলীগ নেতাসহ আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। এদের মধ্যে গত তিন দিনে সুস্থ হয়েছেন ২১ জন, আর মোট সুস্থ হয়েছেন ১৮৭ জন। মারা গেছেন পাঁচজন। ফলে এখন এই উপজেলায় করোনা আক্রান্ত রয়েছেন ৮৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৭ জুন) আক্রান্ত হয়েছেন মহাদেবপুর লিচুবাগানের রেজাউর রহমানের ছেলে ইশফাক আলী (২৫)। আগের দিন বুধবার আক্রান্ত হয়েছেন রাইগাঁ ইউনিয়নের শহরাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৬৫)।

এছাড়া মঙ্গলবার (১৫ জুন) আক্রান্ত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে রয়েছেন, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আমিনুল ইসলাম (৪৪), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী বাদলের ছেলে শংকর বাঁশফোর (৫৫),মহাদেবপুর লিচু বাগানের আশুতোষের ছেলে সৌমিক (১৮), মহাদেবপুর দুলালপাড়ার গণেশ চন্দ্রের ছেলে শংকর কুমার (২৯), তার স্ত্রী নুপুর (২৩), মহাদেবপুর দশকলোনীর রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৩), মহাদেবপুর থানা পুলিশের স্টাফ ফরিদুল ইসলামের ছেলে শাহিন আলম খান (৩৩), মহাদেবপুর উপজেলা পরিষদের ১নং গেট সংলগ্ন ফেরদৌস হাসানের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫১), সদর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে আব্দুর রশিদ (৬১), চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন (৭০), নাটশাল গোপালপুর (বর্তমানে মহাদেবপুর পুরাতন গরুহাটি) গ্রামের জাবেদ আলীর ছেলে আহসান হাবীব (৪৪), উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত অমূল্য চন্দ্রের ছেলে নয়ন (৪০), রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের মোহাইমিনুলের স্ত্রী কুলসুম (২৫) ও খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসীম উদ্দিনের ছেলে যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ (৪০)।#