মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৩ জুন ২০২১ :
নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তবর্তি কলমুডাঙ্গা বলদিয়াঘাট ব্রীজ হতে চকচকির মাঠ পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার উন্নয়ন না হওয়ায় ওই এলাকার প্রায় ৫-৬টি গ্রামের কৃষক সাধারনকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বলদিয়াঘাট ব্রীজের পশ্চিম প্রান্ত হতে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠে যাওয়ার একমাত্র গ্রামীণ রাস্তাটিতে বর্তমানে বড় বড় গর্ত ও কাদাপানির নর্দমায় পরিনত হয়েছে। পাতাড়ী ইউনিয়ন পরিষদ থেকে চলতি অর্থবছরে আড়াই লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটির মাটি ভরাট কাজ করা হলেও অতি বর্ষণে রাস্তায় খানা খন্দকের সৃষ্টি হয়েছে।
রাস্তাটি দিয়ে এলাকার কৃষক সাধারন গরু মহিষের গাড়ী, ভ্যান, পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে চকচকির মাঠ ও আশেপাশের মাঠ থেকে তাদের জমির ফসল ঘরে তোলার কাজ করে থাকেন। বিশেষ করে চলতি বোরো মৌসুমে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে পানি জমে গেলে সেখানে কাদা ও নর্দমা তৈরী হয়েছে। রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় চকচকির মাঠ, বসুমিধা, হাপানিয়া, কৃষ্ণসদা মাঠে উৎপাদিত কয়েক হাজার বিঘা জমির বোরো ধান মাঠের মধ্যে গাদা করে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী মাঠের ফসল ঘরে তুলতে না পেরে অত্যন্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মাঠে গাদা (পালা) দেয়া ধানগুলো দফায় দফায় বৃষ্টিতে ভিজে ইতোমধ্যে পঁচে যাওয়া শুরু হয়েছে। এলাকার ভুক্তভোগী কৃষক সাধারন ওই রাস্তাটি পাকাকরণের জন্য সরকারের নিকট জোড় দাবি জানিয়ে আসছেন।