মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৯ মে ২০২১ :
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে সাপাহার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে সদরের জিরোপয়েন্ট চত্বরে ঘন্টাকাল ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবীতে এবং নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বক্তব্য প্রদান করেন, সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কার, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি নিখিল বর্মন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রতন মালাকার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাইমুম হাবীব, মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোর্শেদ মন্ডল, মাটি-মানুষের সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বানুসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলায় আটক সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তি কামনা করেন। #