মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৯ মে ২০২১ :
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন নওগাঁর সাংবাদিকরা। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নওগাঁ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নেন।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি রায়হান আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, যুগান্তর ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ ও নিউজ বাংলার জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, ঢাকা পোস্ট.কম প্রতিনিধি শামীনূর রহমান প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলের পরিচালনায় মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। একই সঙ্গে রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রোজিনা ইসলাম আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক। সচিবালয়ে ঢোকার জন্য তার পাস আছে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম, বিশৃঙ্খলা আর দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন। এ কারণে তাকে আটকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে তার গলা চেপে ধরে একজন নারী কর্মকর্তা তাকে হত্যার চেষ্টা করেছেন। ওই কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই দুর্নীতিগ্রস্ত একটা জায়গা। সেখানে একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে আমরা খুবই উদ্বিগ্ন। সাধারণ মানুষও আতঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনও বৃথা যায় না। মামলা প্রত্যাহারসহ রোজিনার মুক্তি যতদিন না হচ্ছে ততদিন সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবেন।#