মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ মে ২০২১ :
বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে ডিজিটাল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো: মোয়াজ্জেম হোসেনের ব্যবসায়িক অফিস কক্ষে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির ছেলে সাকলাইন মাহমুদ রকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের আটজন সাংবাদিকের মধ্যে পাঞ্জাবী ও একজন নারী সাংবাদিকের মধ্যে জামা এবং নগদ সহায়তা বিতরণ করেন।
ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন।
অন্যদের মধ্যে বিতরণে অংশ নেন, আলহাজ¦ মো: মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, সাংগঠনিক সম্পাদক অসিত দাস প্রমুখ।#