নওগাঁ ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে স্কুল শিক্ষকের ২২ হাজার টাকা তুলে নিল বিকাশের প্রতারক<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ মে ২০২১ :

‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন’ বিনীত কণ্ঠে ফোন আসে নওগাঁর আত্রাইয়ের বিয়াম স্কুলের শিক্ষক মো. আশফাকুর রহমানের কাছে। সরল মনে পিন নম্বরটি দিতেই মুহুর্তেই সেই তথ্য চলে যায় প্রতারক চক্রের কাছে। প্রতারক চক্রের সদস্যরা ওই শিক্ষকের একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেয়। মাঝখানে সময় লেগেছে কেবল ৩০ সেকেন্ড।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় এমন প্রতারণার শিকার হন আশফাক নামে এক স্কুল শিক্ষক। তিনি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় বাজারে মা বাবার দোয়া টেলিকমে এসে তার নিজের ফোন নম্বর বিকাশ একাউন্টে ১৬ হাজার পাঁচশ টাকা ও পরে ছয় হাজার টাকা ক্যাশ ইন করেন। ৩০ সেকেন্ডের মধ্যে ওই টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

তিনি জানান, বিকাশের প্রধান কার্যালয় থেকে ফোন করা হচ্ছে এমন কথা বলে তার কাছে একটি ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি তাকে বলেন, ‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন।’ সরল মনে তার ছয় সংখ্যার পিন নম্বরটি দেন। এর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তার একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হয়।#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে স্কুল শিক্ষকের ২২ হাজার টাকা তুলে নিল বিকাশের প্রতারক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ মে ২০২১ :

‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন’ বিনীত কণ্ঠে ফোন আসে নওগাঁর আত্রাইয়ের বিয়াম স্কুলের শিক্ষক মো. আশফাকুর রহমানের কাছে। সরল মনে পিন নম্বরটি দিতেই মুহুর্তেই সেই তথ্য চলে যায় প্রতারক চক্রের কাছে। প্রতারক চক্রের সদস্যরা ওই শিক্ষকের একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেয়। মাঝখানে সময় লেগেছে কেবল ৩০ সেকেন্ড।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় এমন প্রতারণার শিকার হন আশফাক নামে এক স্কুল শিক্ষক। তিনি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় বাজারে মা বাবার দোয়া টেলিকমে এসে তার নিজের ফোন নম্বর বিকাশ একাউন্টে ১৬ হাজার পাঁচশ টাকা ও পরে ছয় হাজার টাকা ক্যাশ ইন করেন। ৩০ সেকেন্ডের মধ্যে ওই টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

তিনি জানান, বিকাশের প্রধান কার্যালয় থেকে ফোন করা হচ্ছে এমন কথা বলে তার কাছে একটি ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি তাকে বলেন, ‘আপনার বিকাশ একাউন্ট আপডেট করতে হবে, না হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার পিন নম্বর বলুন।’ সরল মনে তার ছয় সংখ্যার পিন নম্বরটি দেন। এর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তার একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হয়।#