মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ মে ২০২১ :
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর বিধি নিষেধ (লকডাউন) পালনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন স্কুল কলেজের আটশ কর্মচারির মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সহয়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল ও সাবান।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহয়তা বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।#