
মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ৭ মে ২০২১ :
নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামেহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড জামেহ মসজিদ, কুশার সেন্টার জামেহ মসজিদ, বাগান বাড়ী জামেহ মসজিদ, পুরাতন হাসপাতাল জামেহ মসজিদ, লিচু বাগান জামেহ মসজিদেও অনুরুপ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৭ মে) পবিত্র জুম্মাতুল বিদার দিনে জুম্মার নামাজের অসংখ্য মুসল্লি দোওয়ায় অংশ নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
অন্যদের মধ্যে দোওয়া মাহফিলে মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াজদানী সাম্মী, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের নেতা শিহাব রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান মুনাজাত পরিচালনা করেন।
এছাড়া অন্যন্য মসজিদে উপজেলা বিএনপির সভাপতি কারাবন্দী আলহাজ্ব রবিউল আলম বুলেটসহ সারাদেশের অসুস্থ নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়।#