মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৭ এপ্রিল ২০২১ :
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর দিক নির্দেশনায় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতীক সরকারের উদ্যোগে নওগাঁ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সুলতানপুর মঠের ঘাটে রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকে অসহায় কৃষক আব্দুস সালামের এক বিঘা পাকা ধান কেটে দেওয়া হয়।
অন্যদের মধ্যে ধান কাটায় অংশ নেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতীক সরকার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজিত কুমার সরকার, সদস্য তনয় সাহা, সাবেক ছাত্রলীগ নেতা ঘণশ্যাম চক্রবর্তী, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক দূর্জয় কুমার মন্ডল, পৌরনেতা মিনহাজ, স্বরুপ চক্রবর্তী, মিঠুন মহন্ত,,প্রান্ত সাহা, পিন্টু প্রামানিক, ফুয়াদ, সাদেকুল, সজিব বর্মন, মানিক সরকারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।#