
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :
নওগাঁর পোরশায় গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রতন কুমার, নিতপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, সরাইগাছি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তোরাব, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ কৃষকবৃন্দ।
এবারে উপজেলার দুইটি খাদ্য গুদামের মাধ্যমে ২৮ টাকা কেজি দরে এক হাজার তিনশ ৩৫ মেট্রিকটন গম ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।#